তথাকথিত Outsourcing বা PTC এর নামে বাংলাদেশে যে বিশাল ব্যাবসা চলছে তা আসলে প্রতারণার আড়ালে MLM ছাড়া আর কিছুই না। বাংলাদেশে বর্তমান নতুন প্রজন্ম কে মেধাশূন্য করার পেছনে এই সংগঠনগুলো যে কতটা নেতিবাচক অবদান রেখেছে তা আমরা যারাপ্রকৃত Freelancer তারা বুঝতে পারি। আমরা কষ্ট করে বিশ্বের সেরা Outsourcer দের সাথে প্রতিযোগিতা করে বিদেশি buyer-দের বিভিন্ন প্রজেক্ট সম্পাদন করি , আর অন্যদিকে এই সারবস্তুহীন কোম্পানিগুলো নতুন প্রজন্মের কাছে Outsourcing শব্দটার মানেই বদলে দিয়েছে !
কেন এই সারবস্তুহীন কোম্পানিগুলো ভুয়া তার কয়েকটি যুক্তি তুলে ধরছি আপনাদের সাথে। জেনে রাখুন, যুক্তিগুলো ভুল হলে আমিও কিন্তু আজ International market এ Freelancing না করে এই সারবস্তুহীন কোম্পানিগুলোতেই ৩০/৪০ টি Account কিনে ক্লিক করে আয় করতাম, সেই সামর্থ্য বাংলাদেশের সব প্রকৃত Freelancer দেরই আছে। প্রকৃত Freelancer-রা শুধু দূর থেকে আক্ষেপ করেন, কেউ কেউ চেষ্টাও করেন প্রতারণার বিষয়গুলো তুলে ধরতে - কিন্তু কে শোনে কার কথা ! সবাই তো ব্যস্ত Account কিনে ক্লিক করে আয় করার বিশ্বের সহজতম পন্থায়।
কোন নির্দিষ্ট কোন কোম্পানির সাথে আমার কোন শত্রুতা নেই, তাই কারো নাম উল্লেখ করছি না এখানে। তাছাড়া যেহেতু সব কোম্পানিগুলোই মোটামুটি একই ধরনের, তাই একটি উদাহরণই যথেষ্ট বলে মনে করছি।
১।
কোম্পানিগুলো বলে থাকে যে Google Ad-sense থেকে তারা আয় করে নাকি তারা গ্রাহকদেরকে টাকা দেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা লাভজনক এই ব্যাবসায় অংশগ্রহণ করার জন্য লোকদের কাছে টাকা নেন কেন সাইন আপ এর নামে? এতই যদি লাভ হত আপনারাই উলটো বেতন দিয়ে লোক রাখতেন না কি?
২।
Google Search engine algorithm এবং Ad-sense এর mechanism এতোই দুর্বল না যে প্রতিদিন ওই একই লক্ষাধিক গ্রাহক ওই একই সীমিত সংখ্যক website এ ২০ সেকেন্ড করে কাটাবে আর গুগল তার Page Rank (PR) হাই করে দিবে অথবা লক্ষ লক্ষ টাকার Ad-sense এর Ad দিবে। গুগল এই পদ্ধতি যদি মেনেই চলত তাহলে dolancer.com এর PR 2 হতনা 10 এর মধ্যে ! যেখানে অনলাইন কেনাবেচার সাইট clickbd.com এর PR হচ্ছে 4, 10 এর মধ্যে (একটু হেসে নিন )। তাহলে এই লাখ লাখ গ্রাহক প্রতিদিন যে ওই সাইট এর ট্রাফিক বাড়াচ্ছে, তাতে লাভটা কি হলো? গুগল কি প্রতারণা কোনটা সেটা বুঝতে পারে না বলে মনে করছেন আপনি?
৩।
এই সাইটগুলোতে আপনি যেই ২০-৪০ টা লিঙ্ক এ ক্লিক করেন সেই লিঙ্ক এর মালিকদের এই সারবস্তুহীন কোম্পানিগুলোকে টাকা দেয়ার কথা। কিন্তু এই কোম্পানিগুলো কি বুঝতে পারে না, যে যারা এই লিঙ্ক গুলোতে ক্লিক করে, তারা কোনদিন ই ওই সাইটগুলোর ভেতরে ঢুকে দেখেন না? তাহলে কেন তারা টাকা দেবে সারবস্তুহীন কোম্পানিগুলোকে? ২০ সেকেন্ড করে লাখ লাখ গ্রাহক কোন সাইট এ দিনের পর দিন ঢুকলে গুগল বরং সেই সাইটগুলর Page Impression কমিয়ে দেয়।
৪।
একটি স্বনামধন্য বাংলাদেশি PTC কোম্পানি এর প্যাকেজ দেখুনঃ
$100 = 100 click + Time 1.30 hour = income $1
$300 = 300 click + Time 5.00 hour = income $3
$500 = 500 click + Time 8.00 hour = income $5
ও , চাইলে এই সারবস্তুহীন কোম্পানিগুলো থেকে কেউ চাইলে দুই বছরের জন্য ওয়েব সাইট লিজও নিতে পারেন। লিজ কত টাকা থেকে কত টাকা পর্যন্ত নেয়া যায় , তাও জানেন না ? না জানলে কি আর করা। তাও আমি বলছি : আপনি $500-$50,000 ডলার পর্যন্ত লিজ নিতে পারেন। এই ডলার বা টাকা তাদের একে বারেই দিয়ে দিচ্ছেন না। আপনাকে লিজকৃত টাকার 0.5% প্রতিদিন দিবে এবং দুই বছর পর্যন্ত দিবে থাকবে।
বিনা পরিশ্রমে, কতই না আনন্দের।
একটিসারবস্তুহীন কোম্পানি এর হোম পেজের দিকে তাকালে দেখতে পাবেন (আপনারা সকলেই জানেন এই কোম্পানিগুলোর কথা) , সেখানে লিখা আছে, তাদের নাকি
> 1,47,873 Freelancer Professionals
> $11,86,264 User Earning
> 376 Projects Completed
> 339 Projects Avilable
আমি এই হিসেবের হ্মেত্রে শুধু $100 এর আইডি ব্যাবহার করব। 1,47,813 জন ফ্রল্যান্সার সেখানে কাজ করছে। ধরি, গড়ে সবাই সেখানে $100 ডলার এর একাউন্ট করেছে। এই $100 ডলারের $90 ডলার রেফারেল বা মেচিং বাবদ আমাদের সবার মাঝে দেয়া হয়। আর বাকি $10 ডলার তার নিজের উন্নয়য়ের জন্য রাখে।
যেহেতু তারা প্রতি আইডিতে $10 ডলার করে রাখে। তাই আমরা 1 আইডি = $10 ডলার ,ধরি,
1 টি আডির দাম = $10 ডলার, 1,47,813 টি আইডির দাম=(147813×10) ডলার= $14,78,130 ডলার
তার মানে 1,47,813 জন ফিল্যান্সারের কাছ থেকে সাইন আপ বাবদ $14,78,130 ডলার নেয়া হয়েছে।
এখন দেখুন আসল মজা।কষ্ট করে আবার একটু হোমপেজের দিকে লহ্ম করুন। সেখানে দেথবেন 147813 জন ফ্রিল্যান্সার $1186264 ডলার আয় করেছে।
আমাদের কাছ থেকে নিয়েছে = 14,78,130 ডলার
আমরা আয় করেছি = -11,86,264 ডলার
বাকি রইল 2,91,866 ডলার
সুতরাং আমাদের কাছথেকে নেয়া ডলারের সমপরিমান ডলারও আমরা সেখান থেকে আয় করিনি। আমাদের সাইন আপ এর টাকার $2,91,866 ডলার এখনও তাদের কাছে আছে। তাহলে কি দারাচ্ছে ?তারা আমাদের কাছ থেকে নেয়া ডলারই আমাদেরকে দিচ্ছে। মাছের তেল দিয়ে মাছ ভাজার কি সুন্দর রাস্তা (একটু হেসে নিন)
তারা নাকি ওয়েব সাইট ভিজিটিং এর মাধ্যমে টাকা আয় করে। তো সেই টাকা কই? তার মানে তাদের সাইন আপ বন্ধ, তাদের ইনকামও বন্ধ। এর সাথে সাথে তারাও সবাইকে ধোকা দিয়ে চলে যাবে ।
কেন এই সারবস্তুহীন কোম্পানিগুলো ভুয়া তার কয়েকটি যুক্তি তুলে ধরছি আপনাদের সাথে। জেনে রাখুন, যুক্তিগুলো ভুল হলে আমিও কিন্তু আজ International market এ Freelancing না করে এই সারবস্তুহীন কোম্পানিগুলোতেই ৩০/৪০ টি Account কিনে ক্লিক করে আয় করতাম, সেই সামর্থ্য বাংলাদেশের সব প্রকৃত Freelancer দেরই আছে। প্রকৃত Freelancer-রা শুধু দূর থেকে আক্ষেপ করেন, কেউ কেউ চেষ্টাও করেন প্রতারণার বিষয়গুলো তুলে ধরতে - কিন্তু কে শোনে কার কথা ! সবাই তো ব্যস্ত Account কিনে ক্লিক করে আয় করার বিশ্বের সহজতম পন্থায়।
কোন নির্দিষ্ট কোন কোম্পানির সাথে আমার কোন শত্রুতা নেই, তাই কারো নাম উল্লেখ করছি না এখানে। তাছাড়া যেহেতু সব কোম্পানিগুলোই মোটামুটি একই ধরনের, তাই একটি উদাহরণই যথেষ্ট বলে মনে করছি।
১।
কোম্পানিগুলো বলে থাকে যে Google Ad-sense থেকে তারা আয় করে নাকি তারা গ্রাহকদেরকে টাকা দেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা লাভজনক এই ব্যাবসায় অংশগ্রহণ করার জন্য লোকদের কাছে টাকা নেন কেন সাইন আপ এর নামে? এতই যদি লাভ হত আপনারাই উলটো বেতন দিয়ে লোক রাখতেন না কি?
২।
Google Search engine algorithm এবং Ad-sense এর mechanism এতোই দুর্বল না যে প্রতিদিন ওই একই লক্ষাধিক গ্রাহক ওই একই সীমিত সংখ্যক website এ ২০ সেকেন্ড করে কাটাবে আর গুগল তার Page Rank (PR) হাই করে দিবে অথবা লক্ষ লক্ষ টাকার Ad-sense এর Ad দিবে। গুগল এই পদ্ধতি যদি মেনেই চলত তাহলে dolancer.com এর PR 2 হতনা 10 এর মধ্যে ! যেখানে অনলাইন কেনাবেচার সাইট clickbd.com এর PR হচ্ছে 4, 10 এর মধ্যে (একটু হেসে নিন )। তাহলে এই লাখ লাখ গ্রাহক প্রতিদিন যে ওই সাইট এর ট্রাফিক বাড়াচ্ছে, তাতে লাভটা কি হলো? গুগল কি প্রতারণা কোনটা সেটা বুঝতে পারে না বলে মনে করছেন আপনি?
৩।
এই সাইটগুলোতে আপনি যেই ২০-৪০ টা লিঙ্ক এ ক্লিক করেন সেই লিঙ্ক এর মালিকদের এই সারবস্তুহীন কোম্পানিগুলোকে টাকা দেয়ার কথা। কিন্তু এই কোম্পানিগুলো কি বুঝতে পারে না, যে যারা এই লিঙ্ক গুলোতে ক্লিক করে, তারা কোনদিন ই ওই সাইটগুলোর ভেতরে ঢুকে দেখেন না? তাহলে কেন তারা টাকা দেবে সারবস্তুহীন কোম্পানিগুলোকে? ২০ সেকেন্ড করে লাখ লাখ গ্রাহক কোন সাইট এ দিনের পর দিন ঢুকলে গুগল বরং সেই সাইটগুলর Page Impression কমিয়ে দেয়।
৪।
একটি স্বনামধন্য বাংলাদেশি PTC কোম্পানি এর প্যাকেজ দেখুনঃ
$100 = 100 click + Time 1.30 hour = income $1
$300 = 300 click + Time 5.00 hour = income $3
$500 = 500 click + Time 8.00 hour = income $5
ও , চাইলে এই সারবস্তুহীন কোম্পানিগুলো থেকে কেউ চাইলে দুই বছরের জন্য ওয়েব সাইট লিজও নিতে পারেন। লিজ কত টাকা থেকে কত টাকা পর্যন্ত নেয়া যায় , তাও জানেন না ? না জানলে কি আর করা। তাও আমি বলছি : আপনি $500-$50,000 ডলার পর্যন্ত লিজ নিতে পারেন। এই ডলার বা টাকা তাদের একে বারেই দিয়ে দিচ্ছেন না। আপনাকে লিজকৃত টাকার 0.5% প্রতিদিন দিবে এবং দুই বছর পর্যন্ত দিবে থাকবে।
বিনা পরিশ্রমে, কতই না আনন্দের।
একটিসারবস্তুহীন কোম্পানি এর হোম পেজের দিকে তাকালে দেখতে পাবেন (আপনারা সকলেই জানেন এই কোম্পানিগুলোর কথা) , সেখানে লিখা আছে, তাদের নাকি
> 1,47,873 Freelancer Professionals
> $11,86,264 User Earning
> 376 Projects Completed
> 339 Projects Avilable
আমি এই হিসেবের হ্মেত্রে শুধু $100 এর আইডি ব্যাবহার করব। 1,47,813 জন ফ্রল্যান্সার সেখানে কাজ করছে। ধরি, গড়ে সবাই সেখানে $100 ডলার এর একাউন্ট করেছে। এই $100 ডলারের $90 ডলার রেফারেল বা মেচিং বাবদ আমাদের সবার মাঝে দেয়া হয়। আর বাকি $10 ডলার তার নিজের উন্নয়য়ের জন্য রাখে।
যেহেতু তারা প্রতি আইডিতে $10 ডলার করে রাখে। তাই আমরা 1 আইডি = $10 ডলার ,ধরি,
1 টি আডির দাম = $10 ডলার, 1,47,813 টি আইডির দাম=(147813×10) ডলার= $14,78,130 ডলার
তার মানে 1,47,813 জন ফিল্যান্সারের কাছ থেকে সাইন আপ বাবদ $14,78,130 ডলার নেয়া হয়েছে।
এখন দেখুন আসল মজা।কষ্ট করে আবার একটু হোমপেজের দিকে লহ্ম করুন। সেখানে দেথবেন 147813 জন ফ্রিল্যান্সার $1186264 ডলার আয় করেছে।
আমাদের কাছ থেকে নিয়েছে = 14,78,130 ডলার
আমরা আয় করেছি = -11,86,264 ডলার
বাকি রইল 2,91,866 ডলার
সুতরাং আমাদের কাছথেকে নেয়া ডলারের সমপরিমান ডলারও আমরা সেখান থেকে আয় করিনি। আমাদের সাইন আপ এর টাকার $2,91,866 ডলার এখনও তাদের কাছে আছে। তাহলে কি দারাচ্ছে ?তারা আমাদের কাছ থেকে নেয়া ডলারই আমাদেরকে দিচ্ছে। মাছের তেল দিয়ে মাছ ভাজার কি সুন্দর রাস্তা (একটু হেসে নিন)
তারা নাকি ওয়েব সাইট ভিজিটিং এর মাধ্যমে টাকা আয় করে। তো সেই টাকা কই? তার মানে তাদের সাইন আপ বন্ধ, তাদের ইনকামও বন্ধ। এর সাথে সাথে তারাও সবাইকে ধোকা দিয়ে চলে যাবে ।
No comments:
Post a Comment